Event Details
প্রকৃতির নিয়মে নারী-পুরুষ একে ওপরের পরিপূরক। দুজনেরই প্রয়োজন দুজনকে। একা একা বাঁচা যায় না বেঁচে থাকতে গেলে অন্ততঃ একজন কাছের মানুষ দরকার হয় যার হাত ধরলে মনের আরাম হয়। বর্তমান সময়ে একাকীত্ব এক ভীষণ অসুখ যা মানুষকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। প্রবীণ-প্রবীণাদের একাকীত্ব তার পরিবারের কমবয়সী সদস্যদের দ্বারা কাটে না। নারী–পুরুষের আকর্ষন সব প্রাণীতেই বিদ্যমান। শেষ বয়সে এসে বিপরীত লিঙ্গের সাহচর্য একান্তভাবে কাম্য এবং আবশ্যিকও বটে। এমনকি এক জন থাকলে ভালো হয় না যে রাতে ছোট্ট একটা মেসেজ পাঠাবে ‘রাতের ওষুধটা খেয়েছ তো?'
২০২৩ সালের জনগননা অনুসারে ভারতে ৬০ উর্দ্ধ প্রবীণদের সংখ্যা প্রায় ১৫ কোটি মানে ১০.৫ শতাংশ। আর পয়ত্রিশ বছর পর মোটামুটি ২০৫০ সালে সঙ্খ্যাটি হবে স্রেফ দ্বিগুন। ২০.৮ শতাংশ। তখনকার হিসাবে ৩৫ কোটি। (https://india.unfpa.org/.../20230926_india_ageing_report...শুধুমাত্র কলকাতায় বর্তমান জনসঙ্খ্যা দেড় কোটি (https://worldpopulationreview.com/worl.../kolkata-population). ষাট উর্দ্ধ প্রবীণের সংখ্যা পনের লাখ। এর একটা অংশ মোটামুটি দেড় লাখ প্রবীণ-প্রবীণা বাড়িতে একা থাকেন। এদের পুত্র -কন্যা এক সাথে একই ছাদের তলায় বাস করেন না। এঁদের স্ত্রী/ স্বামী একজন মারা গেছেন। কেউ এঁদের ফোন পর্যন্ত করে খোঁজ করেন না। পাড়ার যুবকেরা এঁদের দেখলে বুড়ো বলে এড়িয়ে চলে। এরা হোম ডেলিভারিতে খান। বাড়ির কাজের জন্য নিজেরাই বেরোন অশক্ত শরীর নিয়ে। আমরা এঁদের কথা বলতে চেয়েছি।
দীর্ঘ নয় বছর ধরে আমরা প্রবীণদের ম্যাচ মেকিং নিয়ে প্রোগ্রাম করে আসছি। এবার তারিখ ঠিক হয়েছে আগামী ১৪ই ফেব্রুয়ারী ২০২৫ শুক্রবার। বিকেল ৩টে থেকে ৬টা পর্যন্ত।স্থান কলকাতায় এক্সাইড মোড়ের কাছে নেহেরু চিলড্রেনস মিউজিয়ামের অডিটোরিয়ামে।
পঞ্চাশের উপর যে কোন অবিবাহিত/ বিধবা/ বিপত্নীক/ ডিভোর্সি/ সেপারেটেড পুরুষ ও মহিলা এই অনুষ্ঠানে যোগ দিতে পআমরা প্লাটফর্ম দিই মাত্র। আপনার সঙ্গিনী/ সঙ্গী নির্বাচনের দায়িত্ব আপনারই। তার সাথে নির্ভেজাল বন্ধুত্ব করবেন না প্রেম করবেন না বিয়ে করবেন সেটা আপনাদের যৌথ সিদ্ধান্ত। আপনি কত জনের সাথে মিশবেন বন্ধুত্ব করবেন না ঘুরে ফিরে দেখে চলে আবেন – যাই করুন তা আপনিই করবেন। তবে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রত্যেককে একটি সেল্ফ ডিক্লারেশন ফর্মে সই করতে হবে। কোন প্রমান পত্রের প্রয়োজন নেই। আমাদের সংস্থায় নথিভুক্ত পুরুষদের কাছ থেকে নথিভুক্ত মহিলারা প্রতারিত হলে তার সুরক্ষা আমরা দেব। তবে সবিনয়ে একটা কথা আপনাদের জানাই যে শুধুমাত্র ফ্রিতে যৌন সঙ্গিনী/ সঙ্গী খোঁজার জায়গা এটা নয়। ওর জন্য আপনার আশে পাশে অনেক প্রফেসনাল জায়গা পেয়ে যাবেন। কারোর এই ধরণের মতলব থাকলে আমাদের সংস্থাকে পরিহার করাই শ্রেয়। বেঠিক মানুষকে আমরা ঠিক ধরে ফেলব। আমাদের কড়া কথায় কারোর মানে লাগলে আমাদের কিছু করার নেই। নয় বছর ধরে বছরে একবার করে এই অনুষ্ঠান করে আমরাও অনেক কিছু শিখেছি ও দেখেছি। আমরা সেই ধরণের একাকী মানুষদের কাছে পৌঁছাতে চাইছি যাঁরা মনের মতো একজন বন্ধু পেলে আরো কিছু দিন বেশী বাঁচবেন।
এই অনুষ্ঠানটি সাধারনতঃ নিঃশুল্ক হয়। খাবারের সামান্য আয়োজন থাকবে। ৫০০ টাকার টিকিট (অনলাইনে টিকিট কাটার জন্য জিএসটি প্ল্যাটফর্ম ফি ইত্যাদি মিলিয়ে ৫৩০ টাকার মত) করা হয়েছে। অন লাইনেই সবাইকে টিকিট কাটতে হবে। নিজে না পারলে কোন পরিচিতর বা পাড়ার সাইবার ক্যাফের সাহায্য নিন।। লিঙ্ক নিচে দেওয়া হল। অনুষ্ঠানে যোগ দেওয়া মাত্র ৫০০ টাকা ফেরত পেয়ে যাবেন। না যোগ দিলে কোন ফেরত নয়।
সরাসরি আমাদের ব্যাঙ্কে টাকা পাঠাতে চাইলে অফেরতযোগ্য ২৫০০ টাকা (ডোনেশন বিল পাবেন) পাঠাতে পারেন।
যাঁরা দর্শক হিসাবে আসতে চান তাঁদের ক্ষেত্রে টিকিটের দাম অফেরতযোগ্য ২৫০০ টাকা (ডোনেশন বিল পাবেন)। টিকিটের লিঙ্ক দেওয়া আছে। শুধুমাত্র সাইকোলজি, সোসিওলজির ছাত্র-ছাত্রী গবেষক/ গবেষিকা শিক্ষক/ শিক্ষিকা উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন। তাঁদের সব রকম খাবার ফ্রি। তাঁরা অনুগ্রহ করে 9330843394 (WhatsApp message only) যোগাযোগ করুন।
যিনি টিকিট কাটবেন তাঁকে উপস্থিত হয়ে আগে সেলফ ডিক্লারেশন ফর্মে সই করতে হবে। কেউ অস্বীকার করলে তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। টাকাও ফেরত হবে না। সেলফ ডিক্লারেশনের কপি আগেভাগে দেখতে চাইলে WhatsApp 9330843394 নম্বরে মেসেজ করুন। লিখুন নিজের নাম আর Self declaration কথাটি। এর বেশী আর কিছু লিখবেন না। অনধিক ২৪ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন।
ম্যাচ মেকিং-এর উপর ভিডিও দেখতে চাইলে WhatsApp 9330843394 নম্বরে মেসেজ করুন। লিখুন নিজের নাম আর match making video কথাটি। এর বেশী আর কিছু লিখবেন না। অনধিক ২৪ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন।
টিকিটের সংখ্যা ৬০টি। টিকিট কাটার শেষ তারিখ ৭ই ফেব্রুয়ারী ২০২৫।
THIKANA SHIMLA
A Welfare Organisation for the Elderly
Ashoknagar Near Habra N 24 Parganas – 743272
WhatsApp: 9330843394
E mail: thikana_shimla@yahoo.co.in
www.thikanashimla.in
www.facebook.com/thikanashimla
9.1.25